Print Date & Time : 10 July 2025 Thursday 9:17 pm

স্মরণীয়-বরণীয়

কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার ও শিক্ষক হুমায়ূন আহমেদের আজ ৭৪তম জন্মবার্ষিকী। তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের অন্যতম। আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনির পথিকৃৎ তিনি। হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তার বাবা ফয়জুর রহমান পিরোজপুর মহকুমার এসডিপিও হিসেবে কর্মরত ছিলেন এবং কর্তব্যরত অবস্থায় পাকিস্তানি বাহিনীর হাতে শহিদ হন। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী হুমায়ূন আহমেদকেও ধরে নিয়ে কিছুদিন আটক করে রাখে এবং দৈহিক নির্যাতন করে। পারিবারিক পরিমণ্ডলে সাহিত্য-সংস্কৃতির পরিবেশে তিনি শৈশব জীবন অতিবাহিত করেন। শৈশবে হুমায়ূন আহমেদের নাম ছিল শামসুর রহমান। পিতার সরকারি চাকরির সুবাদে তিনি বাংলাদেশের সিলেট, জগদ্দল, পঞ্চগড়, রাঙামাটি, চট্টগ্রাম, বগুড়া, কুমিল্লা ও পিরোজপুরে অবস্থান করেন। সিলেট জেলা শহরের কিশোরীমোহন পাঠশালায় হুমায়ূন আহমেদের শিক্ষাজীবনের সূচনা। ১৯৭০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে বিএসসি (সম্মান) এবং ১৯৭২ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। ১৯৮২ সালে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পলিমার রসায়ন বিষয়ে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। হুমায়ূন আহমেদ ১৯৭৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (ময়মনসিংহ) প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৭৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে প্রভাষক পদে যোগ দেন। ১৯৯০ সালে তিনি অধ্যাপনা পেশা ছেড়ে সার্বক্ষণিক সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। সেই সঙ্গে নাটক ও চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। ১৯৭২ সালে ছাত্রজীবনে লেখা ‘নন্দিত নরকে’ উপন্যাস রচনার মধ্য দিয়ে বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের পদচারণ শুরু। গল্প, উপন্যাস, সায়েন্স ফিকশন, শিশুতোষ গ্রন্থ, নাটক, প্রবন্ধ, আত্মজৈবনিক রচনা প্রভৃতি মিলিয়ে তার রচিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক। তার শেষ উপন্যাস ‘দেয়াল’। আশির দশকে তিনি বাংলাদেশের টেলিভিশনে নাটক ও ধারাবাহিক নাটক নির্মাণ করেন। তিনি চলচ্চিত্র নির্মাণ এবং নিজের নাটক ও চলচ্চিত্রের জন্য গান রচনা করেছেন। সৃজনশীলতার স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং একুশে পদক ছাড়াও অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। দেশের বাইরেও তিনি অনেক সম্মাননা পেয়েছেন। জাপান টেলিভিশন তাকে নিয়ে ডযড় রং যিড় রহ অংরধ শিরোনামে ১৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রচার করে। তার বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে। হুমায়ূন আহমেদ ২০১২ সালের ১৯ জুলাই মৃত্যুবরণ করেন। গাজীপুরের ‘নুহাশ পল্লী’তে তাকে সমাহিত করা হয়।

কাজী সালমা সুলতানা