স্মরণীয়-বরণীয়

বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও বিশ্বতত্ত্ববিদ অধ্যাপক জামাল নজরুল ইসলামের আজ অষ্টম মৃত্যুবার্ষিকী। তিনি ২০১৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন। তিনি মহাবিশ্বের উদ্ভব ও পরিণতির বিষয়ে মৌলিক গবেষণার জন্য বিশেষভাবে খ্যাতি অর্জন করেন। ড. জামাল নজরুল ইসলাম ১৯৩৯ সালের ২৪ ফেব্রুয়ারি ঝিনাইদহ শহরে জš§গ্রহণ করেন। তার বয়স যখন মাত্র এক বছর তখনই তার বাবা কলকাতায় বদলি হন। জামাল নজরুল প্রথমে ভর্তি হন কলকাতার মডেল স্কুলে। এরপর চট্টগ্রামে কলেজিয়েট স্কুলে, পশ্চিম পাকিস্তানে লরেন্স কলেজে ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে লেখাপড়া করেন। তিনি ১৯৬৪ সালে ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে প্রায়োগিক গণিত ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে স্নাতক, মাস্টার্স, গণিত ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে ‘পিএইচডি ডিগ্রি ও ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি অর্জন করেন। জামাল নজরুল ইসলাম ১৯৬৩ থেকে ’৬৫ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডে ডক্টরাল-উত্তর ফেলোর দায়িত্ব পালন করেন। এছাড়া ক্যামব্রিজের ইনস্টিটিউট অব থিওরেটিক্যাল অ্যাস্ট্রোনমি (বর্তমানে ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি), ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি, ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়, লন্ডনের কিংস কলেজ, ইউনিভার্সিটি কলেজ, কার্ডিফ (বর্তমানে কার্ডিফ বিশ্ববিদ্যালয়) এবং লন্ডনের সিটি ইউনিভার্সিটিতে ফলিত গবেষণা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটনে অবস্থিত ইনস্টিউট ফর অ্যাডভান্সড স্টাডিতে ১৯৬৮, ১৯৭৩ ও ১৯৮৪ সালে ভিজিটিং সদস্য হিসেবে কাজ করেন। ১৯৮৪ সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন এবং গড়ে তোলেন গাণিতিক ও ভৌতবিজ্ঞান গবেষণাকেন্দ্র বা রিসার্স সেন্টার ফর ম্যাথম্যাটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স (আরসিএমপিএস)। তার বিখ্যাত রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘দি আল্টিমেট ফেইট অব দি ইউনিভার্স (ডব্লিউ বি বনোরের সঙ্গে যৌথভাবে সম্পাদনা), ক্লাসিক্যাল জেনারেল রিলেটিভিটি, রোটেটিং ফিল্ডস ইন জেনারেল রিলেটিভিটি, অ্যান ইনট্রোডাকশন টু ম্যাথমেটিক্যাল কসমোলজি, কৃষ্ণবিবর, মাতৃভাষা ও বিজ্ঞানচর্চা প্রভৃতি। অধ্যাপক জামাল নজরুল ইসলাম বাংলাদেশ বিজ্ঞান একাডেমি কতৃক স্বর্ণপদক, একুশে পদক ছাড়াও নানা পুরস্কারে ভূষিত হন।

কাজী সালমা সুলতানা