শেয়ার বিজ ডেস্ক : ‘পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষ্যৎ’এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৭ উদ্যাপন করল এসিআই লিমিটেডের ব্র্যান্ড স্যাভলন। বিশ্বব্যাপী হাত ধোয়ার অভ্যাস ও সচেতনতা গড়ে তোলার জন্য প্রতিবছর ১৫ অক্টোবর দিবসটি পালিত হয়।
অন্য বছরের মতো এবারও স্যাভলন সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড গ্রহণ করেছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সঙ্গে এক হয়ে স্যাভলন ‘বিশ্ব হাত ধোয়া দিবস র্যালি’তে অংশগ্রহণ করে এবং হাত ধোয়ার সাবানসহ আনুষঙ্গিক উপকরণ বিতরণ করে।
এতে বিভিন্ন বিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থীর উপস্থিতিতে এ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ’র বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বিগ বেডার।
ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দা রুরাল পুওর (ডরপ)-এর সঙ্গে যৌথ আয়োজনে স্যাভলন দুই বছর ধরেই কাজ করছে মাঠপর্যায়ে। তারই ধারাবাহিকতায় এ বছর পাঁচটি উপজেলার ৪০টি স্কুল, ১০টি ইউনিয়ন পরিষদসহ মোট ৫০টি স্থানে বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৭ উদ্যাপন করেছে ডরপও স্যাভলন।