স্যার টিমের ইন্টারনেট কোড ৫৪ লাখ ডলারে বিক্রি

Former physicist Tim Berners-Lee invented the World-Wide Web as an essential tool for High Energy Physics (HEP) at CERN from 1989 to 1994. Together with a small team he conceived HTML, http, URLs, and put up the first server and the first wysiwyg (what you see is what you get) browser and html editor. Tim is now Director of the Web Consortium W3C, the International Web standards body based at INRIA, MIT and Keio University.

শেয়ার বিজ ডেস্ক: স্যার টিম বার্নার্স লি’র ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মূল সোর্স কোডের নন ফাঞ্জিবল টোকেন (এনএফটি) নিলামে ৫৪ লাখ ডলারে বিক্রি হয়েছে। ব্রিটিশ নিলাম হাউস সোথবির মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা স্যার টিমের এ টোকেন কিনেছেন। এনএফটি হলোÑস্পর্শযোগ্য নয় এমন ডিজিটাল সম্পদের মালিকানার সনদ। খবর: বিবিসি।

মঙ্গলবার গ্রিনউইচ মান সময় সন্ধ্যা ৬টা ১ মিনিটে বা বাংলাদেশ সময় বুধবার দিনগত রাত ১২টা ১ মিনিটে শেষ হয় এ নিলাম। দিনভর এর সর্বোচ্চ ডাক ৩৫ লাখ ডলারে আটকে ছিল। তবে, শেষ ১৫ মিনিটে নাটকীয়ভাবে ক্রমাগত এর দাম বাড়তে থাকে।

লন্ডনে জš§গ্রহণকারী কম্পিউটার বিজ্ঞানী বার্নার্স-লি ১৯৮৯ সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (ডব্লিউডব্লিউডব্লিউ) উদ্ভাবন করেন যার ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে আজকের ইন্টারনেট জগৎ। তথ্য তৈরি এবং শেয়ার করার ক্ষেত্রে এই উদ্ভাবন বিপ্লব নিয়ে এসেছে। ইউরোপে, পঞ্চদশ শতাব্দীর জার্মানিতে ছাপাখানা তৈরির পর এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে বিবেচিত হয়েছে।

সোথবি নিলাম হাউস একটি একক ডিজিটাল এনএফটি হিসেবে চারটি ভিন্ন আইটেমের সংগ্রহ নিলাম করেছে। এর মধ্যে ছিল প্রকল্পের জন্য লেখা সোর্স কোডের ‘মূল টাইম-স্ট্যাম্পড ফাইল’, সেই কোডের ‘একটি অ্যানিমেটেড ভিজ্যুয়ালাইজেশন’, প্রক্রিয়া সম্পর্কে স্যার টিমের একটি চিঠি এবং তার তৈরি কোডের একটি ‘ডিজিটাল পোস্টার’। সব মিলিয়ে ফাইলগুলোতে রয়েছে লিখিত কোডের প্রায় ১০ হাজার লাইন।

প্রসঙ্গত, এনএফটি মালিকানায় সচরাচর কপিরাইটের বিষয়াদি থাকে না। অর্থ কামাইয়ের প্রকল্প এবং পরিবেশবান্ধব নয় বলেও এনএফটি সমালোচিত হয়েছে ব্যাপকভাবে।