Print Date & Time : 30 August 2025 Saturday 10:55 am

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক: স্যার সলিমুল্লাহ মেডিকেল হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৬ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমেদের নেতৃত্বে দুদক এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

হাসপাতালের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আলট্রাসাউন্ড মেশিন কিনে সে তথ্য গোপন রেখে পুনরায় ৪২ লাখ টাকায় আরেকটি মেশিন কিনে সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় দুদক টিম অভিযোগ যাচাই ও সত্য উদঘাটনে হাসপাতাল পরিদর্শন করে। তারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে অভিযোগ সম্পর্কে তার বক্তব্য রেকর্ড করে।

দুদক সূত্র জানিয়েছে, অভিযানে প্রাপ্ত নথিপত্র যাচাই বাছাইয়ের পর কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।