Print Date & Time : 4 September 2025 Thursday 3:09 am

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

শেয়ার বিজ ডেস্ক: স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার এজন্য তিনি প্রেসিডেন্ট জুজানা ক্যাপুটোভাকে অনুরোধ করেছেন। খবর: ইউএস নিউজ।

ইউরোপের অন্য দেশগুলোর মতো সেøাভাকিয়ায়ও জ্বালানির দাম বেড়েছে। দেশটি উচ্চ মূল্যস্ফীতির শিকার। এ সমস্যা সমাধানের জন্য গৃহস্থালি ও কোম্পানিগুলোকে ভর্তুকি দিয়ে আসছে দেশটির সরকার। তবে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার টালমাটাল হয়ে পড়ে ন্যাটোভুক্ত দেশটির অর্থনীতি।

এর মধ্যেই মধ্য-ইউরোপের দেশটিতে আগামী সেপ্টেম্বরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন এডুয়ার্ড।

গত বছরের সেপ্টেম্বরে সেøাভাকিয়ায় ক্ষমতাসীন কোয়ালিশন সংখ্যাগরিষ্ঠতা হারায়। প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগের এ জোট সরকার চালাচ্ছিলেন। তবে একক সংখ্যাগরিষ্ঠতা তার ছিল না।

এরপর সরকারের বিরুদ্ধে আস্থাভোট হয় সেøাভাকিয়ার সংসদে। ১৫০ জন সংসদ সদস্যের পার্লামেন্টে ৭৮ জন এডুয়ার্ডের বিরুদ্ধে ভোট দেন। ফলে সরকারের প্রতি পার্লামেন্টের অনাস্থা স্পষ্ট হয়। ভেঙে পড়ে সরকার।

এর আগে অর্থমন্ত্রী ইগর ম্যাতোভিচের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। আস্থাভোটে জিততে শেষ মুহূর্তে অর্থমন্ত্রীকে পদত্যাগ করতে বলেন এডুয়ার্ড। কিন্তু তাতেও লাভ হয়নি। তার জোটসঙ্গীরাই সরকারের বিরুদ্ধে ভোট দেয়।

গতকাল দিন শেষে প্রেসিডেন্টের সঙ্গে এডুয়ার্ডের সাক্ষাৎ করার কথা রয়েছে। সেøাভাকিয়ায় নতুন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতা রয়েছে প্রেসিডেন্টের হাতে। তাই এডুয়ার্ড প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেয়ার জন্য প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়েছেন।

এর আগে মন্ত্রীরা পদত্যাগ করায় এডুয়ার্ডের মন্ত্রিসভা দুর্বল হয়ে পড়ে।

সেপ্টেম্বরে আগাম নির্বাচনের আগে সেøাভাকিয়ায় একটি টেকনোক্র্যাট প্রশাসনের পথ সুগম করার জন্য বিরোধীদের কাছ থেকে আহ্বানের মুখে ছিলেন এডুয়ার্ড।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি প্রেসিডেন্টকে আমার কর্তৃত্ব খারিজ করার অনুরোধ জানানো এবং দেশের গণতান্ত্রিক পার্লামেন্ট নির্বাচন শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে অনুষ্ঠান করতে একটি টেকনোক্র্যাট সরকার গঠনের চেষ্টার জন্য সভাপতির জায়গা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।