ক্রীড়া ডেস্ক: দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে না সানরাইজার্স হায়দ্রাবাদের। আইপিএলের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই রাজস্থান রয়্যালসের কাছে ৬১ রানে হারতে হয়েছে ২০১৬ সালের চ্যাম্পিয়নদের। সে দুঃখ কাটিয়ে উঠতে না উঠতেই হায়দ্রাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনের জন্য এলো আরও একটি দুঃসংবাদ। স্লো ওভার রেটের কারনে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে কেনকে। রোববার পুনের এমসিএ স্টেডিয়ামে রাজস্থানের বিপক্ষে নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে না পারায় এ জরিমানা গুনতে হবে তাকে।
আইপিএলের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ’২৯ মার্চ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে আইপিএলে ম্যাচে স্লো ওভার রেটের কারণে সানরাইজার্স হায়দরাবাদকে জরিমানা করা হয়েছে।
এই মৌসুমে প্রথমবার স্লো ওভার রেটের কারণে ন্যূনতম শাস্তি হিসেবে উইলিয়ামসনকে ১২ লাখ রুপি জরিমানা করার কথা বলা হয়েছে ওই বিবৃতিতে।
তবে এবারের আইপিএলে উইলিয়ামসই প্রথম নয়, এর আগে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে একই কারণে জরিমানা গুনতে হয়েছিলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকেও।
আইপিএলের নিয়মে, প্রতি ঘণ্টায় গড়ে ১৪.১১ ওভার শেষ করতে হবে। এর বেশি সময় লাগলেই বিপদ। উইলিয়ামসন ও রোহিত যদি এই ভুল আবার করেন তাহলে জরিমানার সংখ্যাটাও দ্বিগুণ হতে পারে।