নিজস্ব প্রতিবেদক : সড়কপথে জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা হোসেন পুতুলও সঙ্গে রয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী আজ সোমবার (৪ জুলাই) সকাল ৮ টার কিছুক্ষণ পর টুঙ্গিপাড়ার উদ্দেশে ঢাকা ছাড়েন। সকাল ৮টা ৫০ মিনিটে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোলপ্লাজায় টোল দেন।
সেতুর মাঝামাঝি গিয়ে পুত্র-কন্যাকে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। সেতু পার হয়ে জাজিরা প্রান্তের ফলকের সামনেও কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন। সেখানে প্রায় আধা ঘন্টার মতো যাত্রাবিরতি নেয় প্রধানমন্ত্রীর গাড়িবহর।
প্রধানমন্ত্রীর যাত্রা উপলক্ষে মাদারীপুরের শিবচরের পাচ্চর প্রান্তে সড়কের পাশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমবেত হন। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন তারা।

Print Date & Time : 2 September 2025 Tuesday 11:43 am
সড়কপথে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয়,দিনের খবর ♦ প্রকাশ: