Print Date & Time : 14 September 2025 Sunday 3:48 pm

সড়কে উড়ছে কাড়ি কাড়ি ডলার, কুড়াতে নেমে পড়লো পথচারীরা

শেয়ার বিজ ডেস্ক: রাস্তাজুড়ে পড়ে রয়েছে কাড়ি কাড়ি ডলার। এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যাচ্ছে সেগুলো। আর এই সকল ডলার কুড়াতে নেমে পড়েছে ওই রাস্তার উপর দিয়ে যাতায়াত করা শত শত মানুষ। আর এতে জাতীয় সেই সড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এটি কোন সিনেমার দৃশ্য নয়। বাস্তবে এমনই এক ঘটনা ঘটেছে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, সেখানের একটি জাতীয় সড়কে এমন অজস্র ডলার রাস্তায় পড়ে আছে। শুধু পড়ে থাকা নয়, দূর পর্যন্ত যত দূর চোখ যায় সেখানেই লক্ষ্য করা যাচ্ছে সেই সকল ডলার উড়ে বেড়াচ্ছে। আর এই সুযোগ স্বাভাবিকভাবেই কেউ হাতছাড়া করেননি। গাড়ি থেকে নেমে কেউ সেই সকল ডলার কুড়িয়ে নিজেদের পকেটে পুরছেন, আবার কেউ বা আনন্দে আত্মহারা হয়ে ওড়াতে শুরু করেছেন। সব থেকে মজার বিষয় হলো, রাস্তার ওপর পড়ে থাকা এই সকল ডলার কুড়ানোর সময় কেউ কাউকে বাধা দেয়নি।

তবে প্রশ্ন হল এইভাবে রাস্তায় এত সংখ্যক ডলার কিভাবে উড়ে এলো? দেশটির স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী,একটি ট্রাকে করে সান ডিয়েগো থেকে ফেডারেল ডিপোজিট ইনসিওরেন্স কর্পোরেশনে এইসকল অর্থ নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় কোনো কারণবশত ওই ট্রাকের একটি দরজা খুলে যাওয়াতেই এমন বিপত্তি ঘটে।

জানা গিয়েছে, রাস্তার উপর পড়ে থাকা ঐ সকল ডলারগুলি ছিল ১ এবং ২০ ডলারের। ওই হাইওয়ের দায়িত্বে থাকা এক পুলিশ অফিসার মার্টিন জানিয়েছেন, ‘ট্রাকের একটি দরজা খোলা থাকায় নোটভরতি ব্যাট রাস্তায় পড়ে যায়। সেই ব্যাগ ফেটেই রাস্তায় ছড়িয়ে পড়ে নোট।’

তবে এই টাকা কুড়ানোর ঘটনায় কেউ বাধা না দিলেও পরবর্তীতে পুলিশের তরফ থেকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, যারা এই সকল অর্থ কুড়িয়ে নিয়ে বাড়ি গিয়েছেন তারা যেন তা অবিলম্বে ফিরিয়ে দেন। প্রমাণ হিসাবে ভাইরাল হওয়া এই ভিডিওকে কাজে লাগিয়েছে পুলিশ। জানা যাচ্ছে ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।