সড়কে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, দাবি হাফপাস

শেয়ার বিজ ডেস্ক: গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনের মিরপুর রোডে শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভ ও পরে সড়ক অবরোধ করে।

এ সময় অবিলম্বে হাফ ভাড়া কার্যকর করাসহ শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের দুর্ব্যবহার বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। এ সময় বেশ কয়েকটি গাড়িও আটক করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় হাফ ভাড়া ও খারাপ ব্যবহার না করার প্রতিশ্রুতি দিলে মালিকদের গাড়ি নিয়ে যেতে দেয়া হবে বলেও জানান তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই গণপরিবহনে শিক্ষার্থীদের হাফপাস নিশ্চিত করার দাবি ছিলো। কিন্তু হাফপাস না দিয়ে উল্টো শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই বাজে ব্যবহার করেন পরিবহন শ্রমিকরা। এতে রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী কলেজে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। তাই এসব শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে যেন হাফ পাস নিশ্চিত করা হয়। এছাড়াও পরিবহন শ্রমিকরা যেন শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ না করেন।

এদিকে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষার্থীদের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলা হয়েছে।

এ বিষয়ে বাস মালিক সমিতির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোন বক্তব্য পাওয়া যায়নি।