Print Date & Time : 20 August 2025 Wednesday 6:51 pm

সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগরের ছাত্র নিহত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাজমুল হাসান নামের এক ছাত্র আজ শুক্রবার ভোরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরাফাত নামের আরেক ছাত্র।

নাজমুল হাসান বিশ্ববিদ্যালয়ের ৪৩ ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। আহত আরাফাতকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান বলেন, আজ ভোর পাঁচটার দিকে নাজমুল ও আরাফাত ইজিবাইকে করে কলমা থেকে ক্যাম্পাসের দিকে আসছিলেন। বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল-সংলগ্ন সিঅ্যান্ডবি এলাকায় একটি যান ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়।