Print Date & Time : 4 August 2025 Monday 3:57 pm

হংকং প্রতিনিধিদলের বেপজা পরিদর্শন

হংকং ইকোনমিক অ্যান্ড ট্রেড অফিস ইন ব্যাংককের (এইচকেইটিও) ছয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রতিষ্ঠানটির পরিচালক শিউং উয়েন লি’র নেতৃত্বে গতকাল ঢাকাস্থ বেপজা নির্বাহী দপ্তর পরিদর্শন করেন। বেপজার সদস্য আলী রেজা মজিদ প্রতিনিধিদলকে স্বাগত জানান। এর আগে বেপজার নির্বাহী পরিচালক মো. তানভীর হোসেন বেপজার সার্বিক কার্যক্রম, পরিচালন পদ্ধতি ও বেপজা কর্তৃক ইপিজেডের বিনিয়োগকারীদের প্রদেয় সুবিধাদি, প্রণোদনা প্রভৃতি সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। অন্যান্যের মধ্যে এ সময় বেপজার নির্বাহী পরিচালক নাজমা বিন্তে আলমগীর এবং বিনিয়োগ উন্নয়ন বিভাগের অতিরিক্ত নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি