হজের বিধিনিষেধ বাতিল

শেয়ার বিজ ডেস্ক: হজযাত্রীর সংখ্যা সীমিত রাখবে না সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ গত সোমবার এ কথা বলেছেন। খবর: আল জাজিরা।

কভিড-১৯ মহামারির কারণে গত তিন বছর হজযাত্রীর সংখ্যা সীমিত রেখেছিল সৌদি সরকার। মানুষের সমাগম নিয়ন্ত্রণে রাখতে দেশটি হাজিদের সংখ্যা নির্ধারণ করে দেয়। অবশেষে তিন বছর পর সেসব বিধিনিষেধ তুলে দেয়া হচ্ছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ জুন থেকে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

দেশটির রাজধানী রিয়াদে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় মন্ত্রী বলেন, হজযাত্রীর সংখ্যা কভিড মহামারির আগের সময়ের মতো করা হবে। এতে কোনো বয়সসীমা থাকবে না।

হজ ও ওমরাহ-বিষয়ক মন্ত্রী এদিন হজমেলা ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেন।

ইসলাম ধর্মাবলম্বীদের পাঁচটি ফরজের মধ্যে হজ একটি। সক্ষম মুসলিমদের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ।

এর আগে ২০১৯ সালে ২৫ লাখ যাত্রী হজে অংশ নেন। পরের দুই বছর মহামারির কারণে হজযাত্রীর সংখ্যা কমানো হয়। ২০২২ সালে প্রায় ৯ লাখ হজযাত্রী ছিলেন। তাদের মধ্যে সাত লাখ ৮০ হাজার ছিলেন সৌদি আরবের বাইরের দেশের। সে সময় হজযাত্রীদের বয়সসীমা ৬৫ বছরের নিচে সীমিত করে দেয়া হয়। করোনার টিকা নেয়া ও করোনা নেগেটিভ সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়।

২০২০ ও ২০২১ সালেও হজযাত্রীর সংখ্যা সীমিত করেছিল সৌদি কর্তৃপক্ষ। তবে সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যেসব মানুষ এখন পর্যন্ত একবারও হজ করেননি, এবার তাদের অগ্রাধিকার দেয়া হবে।

তবে এখনও কিছু নিয়ম জারি রেখেছে সৌদি সরকার। যেমন আবেদনকারীদের অবশ্যই জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত বৈধ জাতীয় কিংবা আবাসিক পরিচয়পত্র থাকতে হবে।

এছাড়া কভিড-১৯ ও ইনফ্লুয়েঞ্জার টিকা নেয়ার প্রমাণপত্র থাকতে হবে। তাছাড়া হজে আসার অন্তত ১০ দিন আগে এসিওয়াইডব্লিউ কোয়াড্রোপল মেনিনজাইটিস টিকা সনদও থাকতে হবে।