সম্প্রতি হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান কাজী রফিকুল আলম সভায় সভাপতিত্ব করেন। চলমান নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে সরাসরি সভায় যোগদানের পাশাপাশি শেয়ারহোল্ডাররা ডিজিটাল প্ল্যাটফর্মেও সভায় অংশ নেন। সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির ২০২০ সালের হিসাব বিবরণী অনুমোদন করেন। হিসাব বিবরণী অনুমোদনের পর শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। সভায় পরিচালকরাসহ কোম্পানির প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বিজ্ঞপ্তি
