নিজস্ব প্রতিবেদক: আগামীকাল শনিবার (২ জুলাই) হজ কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা-উপশাখাগুলো খোলা থাকবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন-ডিওএস থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা দিয়ে সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা-উপশাখাগুলো সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে শনিবার (২ জুলাই) সাপ্তাহিক ছুটির দিন পূর্ণদিবস খোলা রাখার নির্দেশ প্রদান করা হলো। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করা হলো।
এদিকে অপরাধ প্রজ্ঞাপনে, করোনায় সৃষ্ট আর্থিক সংকট মোকাবিলায় কৃষকদের জন্য গঠিত ৩ হাজার কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন স্কিম থেকে ঋণ বিতরণের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। চলতি বছরের ৩০ জুন থেকে তিন মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নিজস্ব এ তহবিল থেকে জামানতবিহীন সহজ শর্তে মাত্র ৪ শতাংশ সুদহারে ঋণ নিতে পারছেন কৃষকরা। তহবিলের আওতায় অংশগ্রহণকারী ব্যাংক নিজস্ব কৃষক ও গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণ করবে। ক্ষুদ্র, প্রান্তিক ও বর্গাচাষিদের জন্য এককভাবে জামানতবিহীন সর্বোচ্চ দুই লাখ টাকা ঋণ পাবেন কৃষক।