Print Date & Time : 11 October 2025 Saturday 10:58 pm

হতাশার শুরু ফুটবলে

ক্রীড়া ডেস্ক : ভারত না থাকায় এবারের এসএ গেমসের ফুটবল ইভেন্টে স্বর্ণ জয়ের স্বপ্ন বুনেছিল বাংলাদেশ। কিন্তু গতকাল মাঠের লড়াইয়ে তার প্রভাব খুব একটা দেখাতে পারেনি লাল-সবুজ প্রতিনিধিরা। যে কারণে ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক’খ্যাত এ টুর্নামেন্টে ভুটানের কাছে ১-০ গোলে হেরে হতাশার শুরু হয়েছে জেমি ডে’র শিষ্যদের।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে গতকাল গোলশূন্য প্রথমার্ধে বাংলাদেশের এগিয়ে যাওয়ার ভালো সুযোগ নষ্ট হয় ৩৮তম মিনিটে। মোহাম্মদ ইব্রাহিমের ক্রসে সাদউদ্দিন ঠিকঠাক হেড নিতে পারেননি। বিরতির পর অবশ্য ৬৫তম মিনিটে গোল হজম করে লাল-সবুজ প্রতিনিধিরা। ডিফেন্ডারের ভুলে বল পেয়ে চেনচো গাইয়েলতসেন বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠেন। গোলরক্ষক পোস্ট ছেড়ে বেরিয়ে এসেও আটকাতে পারেননি। ভুটানের ফরোয়ার্ড নিখুঁত প্লেসিং শটে জাল খুঁজে নেন। এরপর শত চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি জেমি ডে’র শিষ্যরা।

এসএ গেমসের ফুটবল ইভেন্টে আজই আবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ মালদ্বীপ। 

এর আগে এসএ গেমসের ফুটবল ইভেন্ট থেকে ১৯৯৯ ও ২০১০ সালে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। গতবার পেয়েছিল তামা। এবার স্বর্ণপদক ফিরে পাওয়ার মিশনের শুরুতেই ধাক্কা খেল লাল-সবুজ প্রতিনিধিরা।