শেয়ার বিজ ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাড়ির মালামালসহ পিকআপটিতে ১৬-১৭ জন যাত্রী ছিলেন। বাখরনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। এর মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কাদমা গ্রামের জামাল হাসান (৪০) ও তার স্ত্রী আয়েশা বেগমের (৩৮) পরিচয় মিলেছে। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন জানান, মরদেহগুলো উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। গভীর রাতে দুর্ঘটনা ঘটায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপটি হেফাজতে নিয়েছে।