Print Date & Time : 6 July 2025 Sunday 2:55 am

‘হয় মাদক ছাড়ো নয়তো গ্রাম ছাড়ো’

প্রতিনিধি, ঘোড়াঘাট (দিনাজপুর) : মাদকের ভয়াবহ থাবায় আমাদের সমাজ যখন জর্জর ঠিক তখনই মাদকবিরোধী আন্দলোনের ডাক দিয়েছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সীমান্ত এলাকা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের বিরিঞ্চি গ্রামবাসী, যুবসমাজ ও মসজিদ কমিটি। এ সময় এলাকাবাসী মাদক কারবারিদের মাদক নয়তো গ্রাম ছাড়ার আল্টিমেটাম দিয়েছেন। গতকাল শুক্রবার বাদ জুমা বিরিঞ্চি গ্রামের বাসিন্দা ও মসজিদ কমিটির লোকজন আলোচনা শেষে মাদকের বিরুদ্ধে রেজ্যুলেশন পাস করেন।

পরে গ্রামবাসী মিলে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল বের দিনাজপুরের ঘোড়াঘাট-গাইবান্ধার গোবিন্দগঞ্জ কামদিয়া রোডে প্রতিবাদ সমাবেশ করেন। এতে বিরিঞ্চি জামে মসজিদের সভাপতি সাব্বির আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য দেন মসজিদের খতিব মাওলানা মাহমুদ হাসান, মসজিদের সাবেক সভাপতি শামসুল হক প্রমুখ। অনুষ্ঠানে বিরিঞ্চি গ্রামের বাসিন্দা মঞ্জুর রহমান আকাশ, মতিয়ার রহমানসহ গ্রামের শতাধিক লোক উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গ্রামটিতে দীর্ঘ কয়েক বছর ধরে মাদকের কারবার করছিল মৃত ওয়াজেদ আলী, মেনহাজ আলী, জহুর আলীর ছেলে পাপ্পু মিয়াসহ আরও অনেকে। তাদের মাধ্যমে এলাকার কিশোর, তরুণ ও স্কুলপড়ুয়া ছেলেসহ যুবসমাজ মাদকে আসক্ত হয়ে পড়ে। এর আগে তাদের নামে একাধিক মামলা হলেও তারা জামিনে এসে আবার একই কাজ শুরু করে দিয়েছে। গ্রামবাসী তাদের একাধিকবার সতর্ক করলেও তারা মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। এতে বিভিন্ন এলাকার মাদকসেবীরা গ্রামে অবাধে যাতায়াত করে, যা সমাজের পরিবেশ নষ্ট করে আসছে।

বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের উদ্দেশে বলেন, যদি প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে না পারে, তা হলে আমরা সামাজিকভাবে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। সমাবেশ শেষে উপস্থিত এলাকাবাসী মাদক কারবারিদের বাড়িতে গিয়ে তারা মাদকের সঙ্গে কোনোভাবে জড়িত থাকবে না বলে লিখিত মুচলেকা নেন।