হরতাল সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ডাকসুর সাবেক ভিপি প্রার্থী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজু রহমানের নেতৃত্বে ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল।

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের একদফা দাবিতে বিএনপির ডাকা ১২ তম দফায় সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে সড়ক অবরোধ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ। মিছিলটি কিছুদূর আগালে পুলিশী ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় মিছিলে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাজ্জাতুল হানিফ সাজ্জাদ, কে এম সাখাওয়াত হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ মোঃ আদনান, সহ-সাধারণ সম্পাদক মীর ইমরান হোসেন মিথুন, সহ-সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক কামাল সজীব হাওলাদার, রবিউল ইমরান নওশেদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মৃনাল চন্দ্র সুজন, সহ-সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক মোঃ শামীম আকন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মারজুক সাকিব, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর আহমদ মাদবর, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হুদা রাকিব, নাহিদুল ইসলাম বেপারী, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি শাহ নিয়াজ রাহাত প্রমুখ।

এদিকে, ডাকসুর সাবেক ভিপি প্রার্থী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজু রহমানের নেতৃত্বে ধানমন্ডিতে আরও একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। উক্ত বিক্ষোভ মিছিলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও ঢাকার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিল শেষে মোস্তাফিজুর রহমান বলেন, “অবৈধ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন সফল না হওয়া অবধি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বুকের তাজা রক্ত দিয়ে লড়াই করে যাবে এবং এই ভাগবাটোয়ারার নির্বাচন প্রতিহত করে এই অবৈধ ভোট ডাকাত সরকারের পতন সুনিশ্চিত করবে ইনশাআল্লাহ।” ”

এদিকে মিরপুরের কালশী ফ্লাইওভার থেকে ইসিবি চত্বর অভিমূখী সুমাত্রা ফিলিং স্টেশন এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক আকরাম আহমেদ।

মিছিলে মিরপুর থানা ছাত্রদল নেতা ইব্রাহিম চৌধুরী ফয়সাল, রাব্বি, মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা মোঃ শিহাব খাঁন, মোঃ সবুজ, শেরেবাংলা নগর থানা ছাত্রদল মোঃ সাগর, শাকিলসহ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অধীনস্থ বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ডের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।

এসময় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে এক দফা দাবি এবং অবৈধ তফসিল বাতিল চেয়ে হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।