Print Date & Time : 30 August 2025 Saturday 11:52 pm

হলমার্কের জেসমিনের জামিন প্রশ্নে রায় ২৮ আগস্ট

নিজস্ব প্রতিবেদক : ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানি আজ শেষ হয়েছে। এ বিষয়ে রায়ের জন্য ২৮ আগস্ট দিন ধার্য রেখেছেন হাইকোর্ট।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী সিনিয়র এডভোকেট খুরশীদ আলম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য আজ এ দিন ধার্য করেন।

এডভোকেট খুরশীদ আলম খান বলেন, ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় জামিন প্রশ্নে রুল জারি করে আদেশ দিয়েছিলো আদালত। আজ ওই রুলের ওপর শুনানি শেষ হলো।