Print Date & Time : 18 August 2025 Monday 1:44 pm

হাইডেলবার্গ সিমেন্ট ও লিন্ডে বিডির লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: তালিকাভুক্ত দুই কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাববছরের লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সটেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড : ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ টাকা ৬৯ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯৮ টাকা ৯৬ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল যথাক্রমে ২৪ টাকা ৮১ পয়সা ও ১০২ টাকা ২৭ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ১১ মে সকাল ১১টায়, কারখানা প্রাঙ্গণে (টাটলি যাত্রামোড়া, তারাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ মার্চ।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০১৫ সালের সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এই সময় ইপিএস করেছিল ২৪ টাকা ৮১ পয়সা এবং এনএভি ছিল ১০২ টাকা ২৭ পয়সা। কর পরবর্তী মুনাফা করেছিল ১০৪ কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানির ১০০ টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৫৬ কোটি ৫০ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৫২১ কোটি ৩৮ লাখ টাকা।

লিন্ডে বাংলাদেশ লিমিটেড : ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১১০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি ২০০ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছিল। এই নিয়ে কোম্পানিটি মোট ৩১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এ সময় ইপিএস হয়েছে ৫৭ টাকা ৯০ পয়সা এবং এনএভি ২০৯ টাকা ২৮ পয়সা। এটি আগের বছর একই সময় ছিল যথাক্রমে ৪২ টাকা ৭৪ পয়সা ও ১৮৩ টাকা চার পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২৭ এপ্রিল এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ মার্চ। এজিএমের স্থান ও সময় পরে জানিয়ে দেওয়া হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০১৫ সালে সমাপ্ত হিসাববছরের ৩১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। এ সময় ইপিএস ছিল ৪২ টাকা ৭৩ পয়সা এবং এনএভি ১৮৩ টাকা চার পয়সা ছিল।