Print Date & Time : 31 August 2025 Sunday 11:24 am

হাওরে বুয়েটের ৩৪ শিক্ষার্থী আটক

প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর এলাকা থেকে পুলিশ ৩৪ জন পর্যটককে আটক করেছে। তারা সকলেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বর্তমান ও সাবেক শিক্ষার্থী।

পুলিশ সুপার মো. এহসান শাহ্ জানিয়েছেন, সোমবার সন্ধ্যার মধ্যে তাদের আদালতে সোপর্দ করা হবে। তারা নাশকতার প্রস্তুতি নিচ্ছিল।

জানা গেছে, রোববার বিকেলে পুলিশ খবর পায় টাঙ্গুয়ার হাওরে পর্যটক হিসেবে যাওয়া ৩৪ জনের একটি দল সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা করছে। পরে সন্ধ্যায় টাঙ্গুয়ার হাওরের পাটলাই নদী পাড়ের দুধের আওটা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতদের সকলেই বৃয়েটের শিক্ষার্থী যার মধ্যে কয়েকজন সাবেক শিক্ষার্থীও রয়েছে। ওই শিক্ষার্থীদের সঙ্গে পর্যটনের নৌকার দুইজন স্টাফকেও আটক করা হয়েছে। রোববার সন্ধ্যা থেকে সোমবার বিকেল পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সাঈদ জানান, তাহেরপুর থানার দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাটলাই নদীর পাড়ে জনৈক শহিদুলের নৌকা থেকে বুয়েটের সাবেক ও বর্তমান ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তাহিরপুর থানার এসআই রাশেদুল কবির বাদী হয়ে সন্ত্রাসী কার্যকলাপ ঘটানো, জনসাধারণের জানমালের ক্ষতি সাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র এবং ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে মামলা করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. এহসান শাহ্ বলেন, গ্রেপ্তারকৃতরা সরকারবিরোধী নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। এরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এদের মধ্যে কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীও রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হচ্ছে- এরা সবাই ইসলামী ছাত্রশিবির কর্তৃক মোটিভেটেড। তাদেরকে আজ সন্ধ্যার আগেই আদালতে সোপর্দ করা হবে।