শেয়ার বিজ: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানী পেপার অ্যান্ড পাল্প লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। অনিবার্য কারণে দেখিয়ে এজিএমের তারিখ পরিবর্তন করেছে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে মঙ্গলবার (২১ নভেম্বর) জানা গেছে, কাগজ খাতের হাক্কানী পেপার অ্যান্ড পাল্প লিমিটেডের এজিএম আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণ দেখিয়ে আগামী ২৪ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় করবে কোম্পানিটি। তবে এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।