Print Date & Time : 10 September 2025 Wednesday 1:50 pm

হাঙ্গেরিতে অভিবাসী বোঝাই গাড়ি দুর্ঘটনা, নিহত ৭

শেয়ার বিজ ডেস্ক: হাঙ্গেরির দক্ষিণাঞ্চলীয় গ্রাম মোরাহালোমে অভিবাসী বহনকারী একটি গাড়ি এক বাড়িতে ধাক্কা দিলে সাতজন নিহত হন। হাঙ্গেরি ও সার্বিয়ার সীমান্তবর্তী এ গ্রামে গত সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটে। খবর: দি ওয়াশিংটন পোস্ট।

পুলিশ জানিয়েছে, গাড়িটির চালক পুলিশ চেকপোস্টে দেখে দ্রুত পালানোর চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে। তবে পার পায়নি এর চালক, আহত অবস্থায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মানব পাচার ও প্রাণঘাতী দুর্ঘটনা ঘটানোর অভিযোগে আইনি প্রক্রিয়া শুরু করা হবে।

সার্বিয়ান গাড়িটিতে ১০ জন অভিবাসী ছিলেন। মোরাহালোমে ছয় হাজার মানুষ বসবাস করেন। এখান থেকে সার্বিয়া সীমান্তের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার।

পশ্চিম বলকান দিয়ে চলতি বছর অবৈধভাবে ইউরোপের দেশগুলোয় ঢোকা অভিবাসীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে। তাদের বেশিরভাগ সিরিয়া ও আফগানিস্তান থেকে গেছেন। হাঙ্গেরি হয়ে কথিত বলকান রুট ব্যবহার করে অভিবাসী ও শরণার্থীরা সংঘাত, দারিদ্র্য ও নিপীড়ন থেকে পালিয়ে উন্নত জীবনের আশায় এ দেশগুলোয় প্রবেশের চেষ্টা করেন।