প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুরের হাজীগঞ্জে গ্রামীণ সড়কের জায়গা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে নতুন সড়কের কার্পেটিংয়ের কাজ করতে পারছেন না ঠিকাদার।
জানা গেছে, উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামে শ্রীপুর বাজার-ফকিরহাট (আইডি নং ৪১৩৪৯৪০৭৩) রাস্তায় রাধাসার ও স্বর্ণা মৌজায় জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণ করেন আবদুল মান্নান নামে এক ব্যক্তি। রাস্তার নকশা অনুযায়ী রাধাসার মৌজায় ২৩ ফুট স্বর্ণা মৌজায় ২০ ফুট জায়গা থাকলেও স্বর্ণা মৌজায় আট ফুট জায়গা উš§ুক্ত থাকলেও ১২ ফুট জায়গা অবৈধ দখল করে বাড়ি ও বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করেন আবদুল মান্নান। বর্তমানে রাস্তার কার্পেটিংয়ের কাজ চলমান থাকায় রাস্তা নির্মাণে জটিলতা সৃষ্টি হলে আবদুল মান্নান স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে রাস্তাটি উš§ুক্ত করে দিতে সীমানা প্রাচীর ভেঙে দেয়ার আশ্বাস দিলেও তিনি সীমানা প্রাচীর না ভেঙে উল্টো তার সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ করেন হাজীগঞ্জ থানায়।
এ ঘটনায় হাজীগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী রেজওয়ানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আবারও রাস্তার কাজ দ্রুত শেষ করার জন্য সীমানা প্রাচীর ভেঙে দিতে বলেন আবদুল মান্নানকে। মান্নান কারও কথায় কর্ণপাত না করে এখনও সীমানা প্রাচীর না ভাঙায় এই সড়কের কাজ করতে পারছেন না ঠিকাদার।
এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দেয়া হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
হাজীগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী রেজওয়ানুর রহমান শেয়ার বিজকে বলেন, রাস্তার কাজ শেষ করতে হলে সীমানা প্রাচীর সরাতে হবে। কিন্তু কী কারণে এখনও সীমানা প্রাচীর ভেঙে সড়কের জায়গা উš§ুক্ত করে দিচ্ছেন না অভিযুক্ত ব্যক্তি, তা আমার জানা নেই। আমরা তাকে সীমানা প্রাচীর ভাঙতে বলেছি।
স্থানীয় ২নং বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আবদুল মান্নান সড়কের জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ করায় সড়কের নতুন কাজ করতে জটিলতা তৈরি হয়েছে। আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সীমানা প্রাচীর ভেঙে দেয়ার জন্য বলেছি। কিন্তু তিনি কারও কথা শুনছেন না।