Print Date & Time : 20 August 2025 Wednesday 2:48 am

হাজীগঞ্জে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে হাজীগঞ্জে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ শাহরাস্তির সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার। সভায় সাবেক সভাপতি ইকরাম চৌধুরী ও শাহ মোহাম্মদ মাকসুদুল আলমসহ প্রয়াত সাংবাদিকদের স্মরণে এ সভা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ ও শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান।