Print Date & Time : 11 September 2025 Thursday 3:18 am

হাতপাখায় ভোট দিলে নৌকায় যাচ্ছে, অভিযোগ আউয়ালের

নিজস্ব প্রতিবেদক: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল ইভিএমে হাতপাখায় চাপ দিলে নৌকায় ভোট চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন। সোমবার (১২ জুন) সকালে পশ্চিম বানিয়াখামার দারুল কোরআন বহুমুখী মাদ্রাসায় ভোট দিয়ে তিনি এ অভিযোগ করেন।

আব্দুল আউয়াল বলেন, ‘পোলিং এজেন্টদের মাধ্যমে অভিযোগ এসেছে, খুলনার খালিশপুর ১২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর কেন্দ্রে হাতপাখায় ভোট দিলে নৌকায় যাচ্ছে। এটি বড় সমস্যা।’ তবে অভিযোগের পাশাপাশি, ভোটের পরিবেশ ভালো রয়েছে এবং এমন পরিবেশ থাকলে মানুষ ভোট দিতে আসবে বলেও মনে করেন তিনি।

তিনি আরও বলেন, ‘সব কেন্দ্রে আমাদের পোলিং এজেন্ট আছে। কোনো ষড়যন্ত্র না হলে আশা করছি বিপুল ভোটে জয়লাভ করব। নির্বাচন যদি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়, ফলাফল যা হয় তা মেনে নেব।’

এর আগে সকাল ৮টায় সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। খুলনা সিটির ৩১টি ওয়ার্ডে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।

কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন জানান, নির্বাচনে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে।