Print Date & Time : 5 September 2025 Friday 12:10 am

হাতিবান্ধায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রতিনিধি, লালমনিরহাট : লালমনিরহাটের হাতিবান্ধায় ট্রাক চাপায় এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বড়খাতা-তিস্তা বব্যারাজ সড়কের রমনীগঞ্জে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল লতিফ (৪৭) গ্রামিণ ব্যাংকের বড়খাতা শাখার ফিল্ড অফিসার ছিলেন। তার বাড়ি জেলার কালিগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নে।
হাতিবান্ধা হাউওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, আব্দুল লকিফ মোটর সাইকেল যোগে তিস্তা ব্যারাজের দিকে যাচ্ছিলেন। এসময় তিস্তা ব্যারাজের দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হাতিবান্ধা হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার ও ট্রাকটিকে আটক করে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।