Print Date & Time : 11 September 2025 Thursday 10:01 pm

হাতিয়ায় বজ্রপাতে মাদরাসা ছাত্রের মৃত্যু

প্রতিনিধি, নোয়াখালী:নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার হাতিয়া পৌরসভার আহমদ মিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মো. নিহাজ উদ্দিন (১৪) উপজেলার হাতিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তোতারগো বাড়ির মো. দিদার উদ্দিনের ছেলে। 

স্থানীয়রা জানান, নিহত নিহাজ স্থানীয় আহমদ মিয়া বাজার নূরানী হেফজ মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। শনিবার সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সকাল ৯টায় মাদরাসা ছুটি হওয়ার পর মাদরাসা থেকে বাড়িতে যাওয়ার পথে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় নিহাজ। 

হাতিয়া থানার ওসি আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

 ঘটনার পরপরই মরদেহ নিহতের স্বজনেরা বাড়ি নিয়ে যান।