Print Date & Time : 2 September 2025 Tuesday 11:57 am

হাতিরঝিল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে (৩০) বছর বয়সী অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে হাতিরঝিল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রহমত উল্লাহ রনি জানান, সকাল ১০টায় খবর পেয়ে এফডিসি গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে মৃত যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। সিআইডির ক্রাইমসিনের সদস্যদের সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, ওই যুবক ভবঘুরে। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে।