হাতিয়ায় বাড়ি-বাগান কেটে ব্রিকফিল্ড বর্ধিত করায় হুমকিতে পরিবেশ

প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ায় ব্যবসায়ীর বসত বাড়ির সীমানা ও গাছ কেটে ব্রিকফিল্ড বর্ধিত করার অভিযোগ উঠেছে স্থানীয় ব্রিক ফিল্ড মালিক তানভীর হায়দারের বিরুদ্ধে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাবসায়ী আবদুল আলী হাতিয়া থানায় অভিযোগ দিয়েছেন। বসত বাড়ি ও বাগান কেটে ব্রিকফিল্ড বর্ধিত করায় পরিবেশ হুমকিতে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ব্যবসায়ী আবদুল আলী অভিযোগ করেন, স্থানীয় তানভীর হায়দার হাতিয়ার তমরুরদ্দী ইউনিয়নের তমরদ্দী গ্রামে জনবসতি এলাকায় গত কয়েক বছর ধরে ব্রিকফিল্ড চালিয়ে আসছে। এ ব্রিক ফিল্ডের চারপাশে প্রায় ১০-১২টি বসত বাড়ি ও ফসলি জমি রয়েছে।

ফসলি জমি ও জনবসতি এলাকার মাঝখানে পরিবেশ অধিদপ্তরের আইন অমান্য করে এ ব্রিকফিল্ড গড়ে তোলেন তিনি। এর ফলে ব্রিকফিল্ডের চারপাশের জমিগুলোতে বিনষ্ট হচ্ছে ফসল। একইসঙ্গে বসত বাড়ির বাগানের ফলজ ও বনজ গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর প্রতিনিয়ত হুমকির সম্মূখীন হচ্ছে সেখানকার পরিবেশ।

আবদুল আলী আরো অভিযোগ করেন, ব্রিকফিল্ড মালিক তানভীর হায়দার ব্রিকফিল্ড সংলগ্ন প্রতিবেশি কৃষকের জমির পাশে পুকুর খনন করে। আর অনৈতিকভাবে সে পুকুর থেকে বালি উত্তোলন করে বিক্রয় করছেন। এতে করে পাশের কৃষকের ঘর, বাড়ি ও ফসলী জমি ভেঙ্গে পড়ে তার পুকুরের মধ্যে। এর ফলে কোন কোন কৃষক স্বল্পমূল্যে ফসলি জমি বিক্রি করে চলে যাচ্ছেন।

এ নিয়ে ব্রিকফিল্ড মালিক তানভীর আহমেদ জানান, আবদুল আলীর সীমানার খুঁটির ২ ফুট পরে তিনি মাটি কেটে ড্রেন করছেন তার নিজের জায়গায়। তার বিরুদ্ধে আনিত অভিযোগ অসত্য ও ভিত্তিহীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান ফররুক আহমেদ জানান, তিনি ওই জমি পরিমাপ করতে বলেছেন, কিন্তু এতে আবদুল আলী পরিমাপ করতে গড়িমসি ও নানা তালবাহনা করছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ফররুক আহমেদ আরো জানান, ইউএনও স্যারের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তানভীর হায়দারের মাটি কাটার কাজ বন্ধ রাখতে বলেছি। জমিন পরিমাপ করার পর সেখানে ড্রেন করার জন্য বলে এসেছি।
এ ঘটনায় হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, তিনি ঘটনাটি মৌখিকভাবে শুনেছেন। তবে অভিযোগ দিলে থানায় মামলা নেয়া হবে।

এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, আমি খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। তানভীর আহমেদকে মাটি কাটতে নিষেধ করেছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদকে দায়িত্ব দেয়া হয়েছে, বিষয়টি দেখার জন্য। আবুদল আলীর বসত বাড়ীর সীমানার পাশে ড্রেন করা হলে এতে তার কিছু ক্ষতি হতে পারে।