Print Date & Time : 7 July 2025 Monday 9:02 pm

হাতিয়ায় ২৮০০ লিটার চোরাই তেল জব্দ

প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে কোস্টগার্ড অভিযান চালিয়ে ২৮০০ লিটার চোরাই ডিজেল ও পামওয়েল তেল জব্দ করা হয়।

বুধবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার নলচিরা ঘাট এলাকা থেকে এসব তেল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড হাতিয়া স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শফিউল কিঞ্জল।

তিনি বলেন, ভোরে কোস্টগার্ড দক্ষিণ জোন হাতিয়া স্টেশনের একটি দল অভিযান চালিয়ে ২০০০ লিটার ডিজেল এবং ৮০০লিটার চোরাই পামওয়েল জব্দ করে। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তেল চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে জব্দকৃত তেল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়।