Print Date & Time : 7 July 2025 Monday 6:07 am

হাতীবান্ধায় অবৈধ দোকানপাট সরানোর দাবিতে মহাসড়ক অবরোধ

প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় অবৈধ দোকানপাট উচ্ছেদের প্রতিবাদে ঢাকা- বুড়িমারী মহাসড়ক অবরোধ করেছে শহীদ মুক্তিযোদ্ধা বাজারের ব্যবসায়ীরা৷

বুধবার(২৭ ফেব্রুয়ারি) দুপুরে হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটের সামনে এ অবরোধ করেন ব্যবসায়িরা।এসময় তারা সরকারি ভাবে নিলামকৃত বাজারের দোকান বসানোর দাবি জানান। ঘন্টাব্যাপি চলা ব্যাবসায়িদের অবরোধ আন্দোলনে উপজেলা নির্বাহিত কর্মকর্তা উপস্থিত হয়ে আশ্বস্ত করেন। ব্যবসায়িরা ইউএনওকে স্মারকলিপি দেন।পরে সড়ক অবরোধ তুলে নেন ব্যবসায়িরা।

স্থানীয় ব্যবসায়িরারা জানান,সরকারি ভাবে শহীদ মুক্তি যোদ্ধা মার্কেট নিলাম হয়।নিলামকৃত মার্কেটে বাহিরে অবৈধ ভাবে দোকানপাট বসিয়ে ব্যবসা করে আসছে কিছু লোক।এতে মার্কেট ও সরকারি রাজস্ব ঘাটতি তৈরি হয়ে আসছিলো দীর্ঘদিন থেকে।

ইউএনও শামিম মিঞা শেয়ার বিজকে বলেন,তাদের দাবি যৌক্তিক।আমি উপস্থিত হয়ে ব্যবসায়িদের আশ্বস্ত করেছি।আমি নিজে আজকেই বাহিরে অবৈধ দোকান ও স্থাপনার বিরুদ্ধে অভিযানে যাবো।