Print Date & Time : 4 September 2025 Thursday 5:21 pm

হাফ ভাড়া: দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ-মানববন্ধন

শেয়ার বিজ ডেস্ক: সারাদেশে গণপবিহনে শিক্ষার্থীদের হাফভাড়ার দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বাস মালিক সমিতির পক্ষ থেকে শুধুমাত্র রাজধানীতে বাস ভাড়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের হাফ ভাড়ার নির্দেশ দেয়ায় এ আন্দোলন করছে অন্য জেলাগুলোর শিক্ষার্থীরা।

বুধবার (১ ডিসেম্বর) চট্রগ্রাম ও গাজীপুরে এ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

আমাদের চট্রগ্রাম প্রতিনিধি জানান, ঢাকার মতো চট্টগ্রাম নগরীতেও গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে বিক্ষোভ ও মানবন্ধন কর্মসূচি পালন করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বুধবার (১ ডিসেম্বর)দুপুরে নগরীর প্রেসক্লাবের সামনে জামালখান সড়কে মানবন্ধন এবং জামালখান চেরাগিপাহাড় সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল থেকেই প্রেসক্লাবের সামনে জমায়েত হতে থাকেন নগরীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। এরপর তারা ‘হাফ পাস চাই’, ‘উই ওয়ান্টস জাস্টিস’, ‘নিরাপদ সড়ক চাই’, সাবধানে গাড়ি চালান ইত্যাদি স্লোগান সম্বলিত পোস্টার প্ল্যাকার্ড নিয়ে মানবন্ধনে অংশ নেন। এসময় ছাত্ররা ঢাকার মতো চট্টগ্রামেও ছাত্র/ছাত্রীদের জন্য গণপরিবহনে হাফ পাস চালুর দাবি জানান।

এদিকে গাজীপুর প্রতিনিধি জানান, হাফ ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করছেন গাজীপুরের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার সময় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।