প্রতিনিধি, হাবিপ্রবি (দিনাজপুর): হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। সব বিভাগের ডিন ও চেয়ারম্যানদের অংশগ্রহণে গতকাল বুধবার সকালে আইকিউএসি কনফারেন্স রুমে জাতীয় শুদ্ধাচার কৌশলের অংশ হিসেবে ওই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সরকার এবং সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. শাহ্ মইনুর রহমান।