Print Date & Time : 3 September 2025 Wednesday 5:02 am

হাবিপ্রবির ক্রিকেট টুর্নামেন্টে ব্যবসায় শিক্ষা অনুষদ চ্যাম্পিয়ন

প্রতিনিধি, হাবিপ্রবি (দিনাজপুর): হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বিজ্ঞান অনুষদকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্যবসায় শিক্ষা অনুষদ।

বুধবার (১৫ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠ প্রাঙ্গনে (স্কুল মাঠ) ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় বিজ্ঞান অনুষদ প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ করে। ১০৫ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়েই বিজ্ঞান অনুষদকে পরাজিত করে বিজয়ী হয় ব্যবসায় শিক্ষা অনুষদ। ফাইনাল ম্যাচে অর্ধশতক করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন ব্যবসায় শিক্ষা অনুষদের আব্দুল্লাহ আল মারুফ।

বিজয়ী দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান সহ ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মো: কুতুবউদ্দিন এবং অনুষদীয় শিক্ষকবৃন্দ।