Print Date & Time : 15 August 2025 Friday 1:56 pm

হাবিপ্রবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান জুয়েল আহমেদ

প্রতিনিধি, হাবিপ্রবি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ লাভ করেছেন সহকারী অধ্যাপক মোঃ জুয়েল আহমেদ সরকার।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক স্বাক্ষরিত এবং উপাচার্য ড. এম কামরুজ্জামান অনুমোদিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে বিভাগীয় চেয়ারম্যান পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফাহিমা খানমের স্থলে পরবর্তী তিন বছরের জন্য ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জুয়েল আহমেদ সরকারকে বিভাগীয় চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো।