Print Date & Time : 10 September 2025 Wednesday 1:37 am

হাবিবুর রহমান স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক

মো. হাবিবুর রহমান সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ইউনিয়ন ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং তার আগে এনসিসি ব্যাংক ও যমুনা ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি ১৯৮৯ সালে ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ৩৩ বছরের কর্মজীবনে তিনি দেশের কয়েকটি শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক যেমনÑ প্রাইম ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

তিন দশকের অধিক সময় ধরে পরিব্যাপ্ত ব্যাংকিং কর্মজীবনে তিনি বিভিন্ন শাখায় ও প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করার পাশাপাশি পরিচালনা পর্ষদ, গ্রাহক ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে ব্যাংকের সুনাম ও মুনাফা বৃদ্ধিতে সহায়তা করেছেন। বিজ্ঞপ্তি