Print Date & Time : 1 September 2025 Monday 11:13 pm

হামলা-মামলা করে বিএনপিকে দমানো যাবে না: মোশাররফ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নেতাকর্মীদের যত নির্যাতন করা হবে ততই শক্তিশালী হবে বিএনপি। হামলা-মামলা করে তাদের আর দমানো যাবে না।

মঙ্গলবার জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মানববন্ধন প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মোশাররফ বলেন, ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপানোর চেষ্টা করছে সরকার। তারা দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, সংসদ বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরো বলেন, রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছে বিএনপি। সরকার ক্ষমতায় টিকে থাকতে অতিরঞ্জিত কথা আর সত্যের সাথে সম্পর্ক নেই এমন মন্তব্য করে জনগণকে বিভ্রান্ত করছে।

রাজপথে আন্দোলনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।