শেয়ার বিজ ডেস্ক : হামিদিয়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারি) উত্তর মানিকদী (নম্বরী বাড়ী), ঢাকা ক্যান্ট হামিদিয়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে হামিদিয়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ আসলাম কাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আব্বাস উদ্দিন। প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা মুফতী মুতাসিম বিল্লাহ আতিকী।
এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতী সাইফুল্লাহ, হযরত মাওলানা মুফতী জাকারিয়া আজহারী, হাফেজ মাওলানা মুফতী সাহাদত হোসেন আরেফী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম খান, আলহাজ্ব মোঃ আবদুল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আবদুল হাই, মোঃ নুরুল ইসলাম প্রমুখ।
মাহফিলে উপস্থাপনা করেন হাফেজ মাওলানা মোঃ অলিউর রহমান ও মোঃ আব্দুস সালাম খান।
পরিচালনায় ছিলেন মোঃ জান- ই- আলম, হাজী মাহাবুব আলম ও এম মোতালেব।