Print Date & Time : 8 September 2025 Monday 5:09 pm

হালকা প্রকৌশল খাতের প্রশিক্ষণের সনদ বিতরণ

প্রতিনিধি, সৈয়দপুর: নীলফামারীর সৈয়দপুরে হালকা প্রকৌশল শিল্পকারখানার মালিক ও কর্মরত কর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে। বাইওয়া ও লাইট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং ইনস্টিটিউট যৌথভাবে ‘মাস্টার ক্র্যাফটসম্যানশিপ (আপ-স্কিনিং)’ শীর্ষক ওই প্রশিক্ষণের আয়োজন করে। গতকাল শনিবার সৈয়দপুর বিসিক শিল্প নগরীর আব্দুল্লা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস প্রাঙ্গণে এক অনুষ্ঠানে সনদপত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইন। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির কেন্দ্রীয় পরিচালক ও সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি পৌর কাউন্সিলর এরশাদ হোসেনের সভাপতিত্বে  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শহরের বঙ্গবন্ধু সড়কের নিউ মাসুম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস’র স্বত্বাধিকারী ও সংগঠনের অর্থ সম্পাদক মো. নুরুদ্দিন দুলাল।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাইওয়া প্রশিক্ষক মো. মনিরুল ইসলাম, প্রশিক্ষার্থী  মো. এনাম উদ্দিন ও লাবনী আরা ময়না। অনুষ্ঠানে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সহসভাপতি মো. সাব্বির, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. মোমতাজ, কোষাধ্যক্ষ খুরশীদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য, বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে “স্কিলস ফর অ্যামপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট (সিøপ) প্রকল্পের আওতায় হালকা প্রকৌশল শিল্প কারখানার মালিক ও কর্মীদের দক্ষতা উন্নয়নের জন্য ওই  প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে প্রতি ব্যাচে ২৭ জন করে প্রশিক্ষণার্থী অংশ নেয়। প্রতিদিন তিন ঘণ্টা করে ২০ কার্যদিবসে মোট ৬০ ঘণ্টা প্রশিক্ষণ দেয়া হয়। বিনা মূল্যে এ  প্রশিক্ষণে ২৩টি ব্যাচে ৬২১ জন শিল্পকারখানার মালিক ও কর্মী প্রশিক্ষণ গ্রহণ করেন।