হাসপাতালের অনিয়ম

মানুষ অসুস্থ বা দুর্ঘটনায় আহত হলে সর্বপ্রথম হাসপাতালে যায়। যাতে তারা সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারে। সৃষ্টিকর্তার পরে যদি মানুষকে সুস্থতা দান করতে পারে, তিনি হলেন ডাক্তার। তাই সাধারণ মানুষ হাসপাতালের দোরগোড়ায় দ্বারস্থ হয়। অথচ সেই হাসপাতালেই দরিদ্র সাধারণ জনগণ বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে। বিশেষ করে হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মচারীদের লাঞ্ছনার শিকার হতে হচ্ছে রোগীর স্বজনদের। অবৈধভাবে রোগীর স্বজনদের থেকে টাকা নিচ্ছে এমনকি কিছু উনিশ-বিশ হলেই খারাপ ভাষায় গালিগালাজ করছে। বিশেষ করে সরকারি হাসপাতালে এমন অনিয়ম বেশি লক্ষ করা যাচ্ছে। যেখানে অসুস্থ রোগীরা সেবার জন্য হাসপাতালের দরজায়  দ্বারস্থ হচ্ছে সেখানেই কিছু সুবিধাভোগী কর্মচারীদের দ্বারা তারা আজ মানবিক লাঞ্ছনার শিকার। কিছু কিছু কর্মচারীরা রোগীকে কম টাকায় ওষুধ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে রোগীর স্বজনদের থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। আর এমনটা হচ্ছে একমাত্র হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারির অভাবে। তাই অসহায় মানুষদের এমন সব কর্মচারীকে হেনস্তার হাত থেকে রক্ষা করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে পরবর্তী সময় আর কেউ এমন অনৈতিক কাজ করতে না পারে।

প্রসেনজিৎ চন্দ্র শীল

শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

ঢাকা কলেজ