Print Date & Time : 30 July 2025 Wednesday 6:51 am

হাসপাতালে আরও ১১৮ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ জন। ঢাকার বাইরের হাসপাতালে ৩২ জন।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুম জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৪৮০ জন। তাদের মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ভর্তি ৩৬৮ জন। ঢাকার বাইরে অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি ১২২ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ২৬ হাজার ৮৫৯ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২৬ হাজার ২৮১ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯৮ জনের মৃত্যু হয়েছে।