Print Date & Time : 7 July 2025 Monday 6:50 pm

হাসপাতালে চিকিৎসকদের ‘নিবিড় পর্যবেক্ষণে’ খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল থেকে রাজধারীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসকদের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

সোমবার (১৪ আগস্ট) বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

ডা. জাহিদ বলেন, চিকিৎসক বোর্ডের সদস্যরা এখন দিনে দুই থেকে তিনবার বৈঠক করে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করছেন। তার শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসা দিচ্ছেন।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, তার (খালেদা জিয়া) লিভারের যে সমস্যা ছিল, সেটা এখনও আছে। যখন ওনার লিভারের সমস্যা তৈরি হয়েছিলো, তখন যদি বিদেশে নিয়ে চিকিৎসা করানো হতো, তাহলে বর্তমানে তার লিভারের যে জটিলতা সৃষ্টি হয়েছে, তা হতো না। যেহেতু তাকে বাইরে যাওয়ার অনুমতি দিচ্ছে না সরকার, সেহেতু দেশে হাসপাতালে রেখেই ওনার লিভারের সমস্যা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, হৃদরোগ, ফুসফুস, ডায়াবেটিস, কিডনি, লিভার চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। যার কারণে তাকে মাঝে মাঝে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হচ্ছে।

গত ৯ আগস্ট খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা করাতে এভারকেয়ার হাসপাতালে যান। সেদিনই চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।