Print Date & Time : 7 August 2025 Thursday 10:05 pm

হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী

শেয়ার বিজ ডেস্ক : পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল মঙ্গলবার তাকে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচির একটি হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এক্সপ্রেস ট্রিবিউন তাদের প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির স্বাস্থ্যের অবনতি হওয়ার পর তাকে করাচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট জারদারির বেশ কয়েকটি মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং চিকিৎসকরা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, অসুস্থতার খবরের মধ্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রেসিডেন্ট জারদারির স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার সঙ্গে যোগাযোগ করেছেন।

এ দিকে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দলের নেতারা বলেছেন, প্রেসিডেন্ট জারদারির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি এখন ভালো আছেন।

যদিও প্রেসিডেন্ট ভবন বা জারদারির দল পিপিপির পক্ষ থেকে আসিফ আলী জারদারির স্বাস্থ্যের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি।