Print Date & Time : 7 September 2025 Sunday 3:28 am

হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ রবিবার সকালে তাকে হাসপাতাল ভর্তি করানো হয়। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

বিএনপি মহাসচিবের হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর চিকিৎসকের পারমর্শে তাকে হাসপাতাল ভর্তি করানো হয়েছে। কতদিন হাসপাতালে থাকবেন সেটা বলতে পারছি না। বিএনপির মহাসচিব সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।