ক্রীড়া ডেস্ক: আঙুলের চোট নিয়ে বেশ ধকল গেল সাকিব আল হাসানের। তবে মেলবোর্নের হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক গ্রেগ হয়ের তত্ত্বাবধানে থেকে আপাতত কিছুটা হলেও চিন্তামুক্ত এ অলরাউন্ডার। কয়েকদিন আগেই ভক্তদেন তিনি জানিয়েছিলেন, রিপোর্ট ভালো। ইনফেকশন নিয়ন্ত্রণে আছে। গতকাল স্থানীয় সময় দুপুরে শঙ্কামুক্ত হয়ে হাসপাতাল ছেড়েছেন এ বাঁহাতি। তবে কবে ফিরবেন দেশে তা এখনও জানেন না বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
হাসপাতাল ছেড়ে মেলবোর্নেই এক বন্ধুর বাসায় উঠেছেন সাকিব। সেখান থেকে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন এ বাঁহাতি। হয়তো চিকিৎসকের পরামর্শমতোই সময়-সুযোগ বুঝে ঢাকার উদ্দেশে রওনা হবেন দেশসেরা এ অলরাউন্ডার। যদিও ব্যাপারটি নিয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি সাকিব।
গত ৫ অক্টোবর সাকিব মেলবোর্নে পা রেখেছিলেন বাঁ হাতের আঙুলে সংক্রমণের চিকিৎসা করাতে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক গ্রেগ হয়ের তত্ত্বাবধানে চলে তার চিকিৎসা। ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে সব পরীক্ষা-নিরীক্ষার ফল গত মঙ্গলবার পেয়ে যান তিনি। যা দেখে কিছুটা হলেও স্বস্তি মেলে। এরপরই ভক্তদের সুখবর দেন- আপাতত চিন্তা মুক্ত।
আপাতত সাকিবের সব রিপোর্ট ভালো। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, বাঁ হাতের কড়ে আঙুলের অস্ত্রোপচার আগামী অন্তত ছয় মাসের মধ্যে করা যাবে না। তবে সংক্রমণ সেরে গেলে তিনি খেলা শুরু করতে পারবেন। এরপর যদি হাতে নতুন করে ব্যথা অনুভব করেন তাহলে অস্ত্রোপচারের প্রস্তুতি নিতে হবে সাকিবকে।
দেশে ফিরেই সাকিব শুধু করবেন পুনর্বাসন। ব্যাপারটি গত মঙ্গলবারই জানিয়েছিলেন তিনি। কিন্তু কীভাবে সে পক্রিয়ায় এগোবেন এ বাঁহাতি তা হয়তো ঢাকায় ফেরার পরই বিস্তারিত জানা যাবে।
আগামী ২১ অক্টোবর থেকে ঘরের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশের। কিন্তু চোটের কারণে সাকিবকে পাচ্ছে না টাইগাররা। একই কারণে তারকা এ অলরাউন্ডারকে লাল-সবুজের সমর্থকরা মিস করবেন আগামী মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও। তারপরও ভক্তরা চান দ্রুত আবার আগের রূপে ফিরে আসুক সাকিব। ব্যাট-বলে দেশকে নেতৃত্ব দিক সামনে থেকে।