Print Date & Time : 13 September 2025 Saturday 11:46 pm

হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরছেন। আজ বৃহস্পতিবার (৪ মে) বিকাল পৌনে পাঁচটায় তিনি হাসপাতাল থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’র উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত শনিবার সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকদের পরামর্শে রাতে তাঁকে ভর্তি করা হয়। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকাদারের তত্ত্বাবধায়নে বিএনপির চেয়ারপারসন চিকিৎসাধীন ছিলেন। ৭৮ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আরথ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।

এর আগে সর্বশেষ গত ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন।