শেয়ার বিজ ডেস্ক: ভারতের অনলাইন ইন্ডিয়া টুডে বলছে, শিগগিরই দিল্লিতে অবতরণ করবে শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ। এ জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সোমবার তিনি পদত্যাগ করার পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তাল হয়ে উঠেছে। শেখ হাসিনার পদত্যাগের কথা নিশ্চিত করেছেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা একসঙ্গে দেশ ছেড়েছেন। সেনাপ্রধান বলেছেন, বাংলাদেশকে পরিচালনা করতে অন্তর্বর্তী একটি সরকার গঠনে সহায়তা করবে সেনাবাহিনী।
