Print Date & Time : 29 August 2025 Friday 2:50 am

হিন্দু নারীদের ডিভোর্সের অধিকার নিয়ে রুল জারি হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক : হিন্দু বিবাহ আইনে নারীদের ডিভোর্সের অধিকার সম্পত্তিতে উত্তরাধিকার কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। একইসঙ্গে হিন্দু বিবাহ আইন বিয়ে রেজিস্ট্রেশন কেন বাধ্যতামূলক করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

রোববার (১৪ মে) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট জেড আই খান পান্না। মন্ত্রিপরিষদের সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্টসহ ৯টি সংগঠন হিন্দু নারীদের আইনগত অধিকার নিশ্চিত করতে ও হিন্দু বিবাহ আইনের অসঙ্গতি দূরীকরণে একটি নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়।